সাবান ফেনায় এত সাদা তবু
ঘন নীল চোখে হা-পুকুর আঁকা
ধানি জমি চষে বিষাদগণিত
তেহাই বুকের মেঘবালিকা।
রোজ একাধিক আলি বসলেও
মাতা বাসুকির ছোবলে বিষ
রং বোতলের  শিল্পকলায়
নিয়ন আলোর ব্যাকলিট শিস।
বানজারা মেঘ ছড়িয়ে যেতেই
পড়শির খোলা ছাদ সম্বল
তামাদি বিবেক পেয়ালার সরে
ক্লান্ত ছায়ারা ঢোলকম্বল।
ফিরে ফিরে আসে সাবান ফেনা
সাদা খসে টুপ  পেকে
ছাদের ভিতর চাঁদ ডুবেছে
বিন্নাঘাসেরা আগুন সেঁকে।
ঠোঁটের কোনাটি দিলাম ঘাতক
আদুল রেখেছি প্রজন্মকাল
শুনেছি পলাশ কুড়োবে বলে
চৈতী হাওয়া মদো-মাতাল।