একবার আসবি নিখিলেশ?
একদিন বলেছিলি জ্বরের ঘোরে,
আবার যদি দেখা হয়---
জলকথা শুনছিস বসে দামোদর তীরে?
আবারও গর্ভ ধরে সেই থেকে জলমগ্ন আমি
বৃক্ষমাতা লাল লাল দুল ফুল নিয়ে
সূর্য চেটে নিলো,হোলির রঙটুকুও শেষ
কীর্তনীয়া গান ধরেছে কোনো এক পাহাড়তলীতে
আজ শেষঘুমে যাবে তার পাহাড়বিনোদ
যে নাকি চোখের লাল গোধূলি
এক ফুৎকারে উড়িয়েছিলো।
শিসপাখির দল নীড় ভালোবেসে আদিডুবে মজেছে
আমাদের আরো বাকী ছিলো নিখিলেশ
তুই জানলিনা অভিশপ্ত হতে হতে
কেমন করে অগ্নিকাণ্ড শুরু হয়
তোর পতঙ্গডানার চরিত্রদোষ শেখাবিনা আরও একবার!