ঘুমিয়েছে যারা দেখে যাক
নাচঘরে আলো নিভে গেছে,
শুভেচ্ছা দিয়েছে ডাক।
ছড়িয়ে ছিটিয়ে থাকা অভিসার
লুপ্তগন্ধী হয়ে বেসুমার পড়ে আছে
মায়াবী নিশিলাগা কাঁচে
আহা! বড়ো মেদুরতা ছুঁয়ে যায় শ্বাস টানবার!
এমন কাউকে আমি কেন ধরে রাখি?
কেন কোল পেতে বলি, এসো রয়ে যাও
দেখোতো কি অনুরাগে সুখ ছেড়ে সব খলনুড়ি
সুপ্তপয়ার প্রেমে অতসীর দেশ দেখে
বেঁধেছে বাসাও!
ঘুমিয়েছে যারা ইদানিং ফসলের মাঠে
আকাশের সাথে জুড়ে যায় কাগজের পেন্সিলকাঠে
আদরিণী গান রাখি,
পরিত্রাণ লিখে মুছি তৃতীয় বন্ধনী
আর আমার মাঝে চিত্রল ঋতু
ফিরতি নদীকে বলে,
আয় তবে পাশাপাশি থাকি।
পাথরের পলাতকা জল ধরে
হাড়সাদা রঙ নিয়ে চুপচাপ,
সুনসান কলরোলে রিক্ত একাকী।