তোমার কথা ভাবতে বসে
কফির কাপে শীত ফুরাই
পাথর চোখে জ্বরের মতো
ব্যক্তিগত যাপন চাই।
স্বপ্নগুলো চাইছে ছুটি
পেভমেণ্টে কোরাস স্বর
বিপজ্জনক হবার আগে
শোধন করি সিঁথির ঘর।
আলগা লাগাম জখমটাতে
অসংযমী ছাপ ফেলে
দাহ্য যেমন দাবী রেখে
আগুনখেকো শাপ গেলে।
কোন গরজে আজও ভাবি
হাপিত্যেশ ঝড়ের রাত!
ঝোড়ো হাওয়া সখ্যতা দেয়
ধূর্ত তোমার পুরুষ হাত।
ব্র্যাকেট ব্র্যাকেট কথার ডালি
হাততালিতে সাজিয়ে দিলে!
কফির কাপে বিষ মেশালাম
বসন্তের এই শেষ বিকেলে।