----
প্রিয় মুখ সরে সরে যায়
প্রিয় চোখ আড়চোখে চায়
প্রিয় ঠোঁট অন্য চুমুকে
প্রিয় নাম ভেসেছে হাওয়ায়।
প্রিয় গান গেয়েছি কবেই!
প্রিয় শাড়ি ছিঁড়েছে আঁচল
প্রিয়জন প্রিয়তম ছিলো
প্রিয় ভুলে এঁকেছি কাজল।
প্রিয় পথ অচেনা এখন
প্রিয় ঘর হয়েছে ডাকাতি
প্রিয় ছবি দস্যুর হাতে
প্রিয় নাচ বসিয়েছে যতি।
প্রিয় সুখ আলগোছে তোলা
প্রিয় ফুল গন্ধ বেদনা
প্রিয় দেশ পথ সরিয়েছে
প্রিয় প্রেম হারানো খেলনা।