আমার একটা লাল রঙের নীল পাখি ছিলো
পাখিটার পালকে পালকে বোনা ছিলো অগুন্তি অর্কিড ফুল
পাখিটি ডাকলে মেঘ জমতো আর নাচলে থইথই বৃষ্টি
নীল পাখিটি আসলে লাল আলো মাখা ভুল।
কালো আলোর একটা ঝুমুরঝামুর গাছ রোজ স্বপ্নে আসতো
গাছ পুকুরে ভাসতো আর ভাসতে ভাসতে ফেনায় ফেনিল
একটা অন্ধ মেয়ে নেচে যেতো বাঁশিতে ফুঁ দিয়ে
মেয়েটির আকাশে দিনের বেলাতেও মস্ত কদম গাছে শিউলি ফুলের উৎসব।


ঝিঁঝি ডাকছে কোথাও,কোথাও ব্যাঙ তার গুগলি গিন্নিকে দরবারিতে বন্দিশ শোনাচ্ছে
জোনাকি গাছগুলিতে পিং পং বল
আমার তেতলার মাটির ঘরের চালে আগুন দিয়েছে কেউ
আমি গলে গলে ফোঁটায় ফোঁটায় টুপটাপ পড়ছি খাকি উর্দির গায়ে।