তোমার ব্রহ্মপুত্র চরে
রোজ ঠিক ওই দ্বিপ্রহরে
ব্রাহ্মণী হাঁস সাঁতার কাটে
বেশ নিঃঝুম সে তল্লাটে
মায়াবী এক পাহাড় খাঁজে
বুগিয়াল এর তাঁবুর ভাঁজে
একাই আমি তাকিয়ে থাকি
এই জীবনের যেটুক বাকি
সবটা ভেঙে উজার করে
ব্রহ্মপুত্র নদের চরে।
ভাটিয়ালি গান গায় মাঝিভাই
ছলাৎছলাৎ জলকে ভাসাই
স্বপ্নের রঙ, বাদশাহি ঢঙ
জলের দরে বিকোই বরং
বেদম সবুজ, আসমানি নীল
সন্ধ্যে হতেই এক গাংচিল
সপারিষদ উড়তে থাকে
খুঁজতে থাকা প্রিয়ার ডাকে
বাসার দিকে ডানার উড়ান
কী যেন এক উলট পুরাণ!
সাক্ষী আমি আর জনমের
ঘটছে যা সব অনেক আগের
তোমার সাথে স্যাংচুয়ারী
নীল অর্কিড শুনাখাড়ি
মেঘের কোলের আঁচল তুলে
পাহাড় বাড়ি উঠবে দুলে
ডুরে শাড়ির জেলে বউটি
চুবড়িতে মাছ বোরো,পুঁটি
উপুড় করবে হাসির ছলে
একে একে ভরবে থলে
তোমার ব্রহ্মপুত্র চরে
আমায় নেবে সঙ্গী করে??