সাঁঝবাতি
Aditi Chakraborty
-----------
আজ হয়তো শেষ বারটির মতো
আগের সব কথাই অর্থহীন
বেহিসেবী তোমার পদক্ষেপ
তোমার মোম আলো সার্বজনীন।


একলা পাগল পথের ধারে বসি
দুই হাঁটুতে থুতনি মরণ চায়
বয়েই চলে অনন্ত জলরাশি
সেই তো আমার একান্ত আশ্রয়।


রাঙা ভাঙা চাঁদ সাঁঝবাতিটি জ্বেলে
আকাশ ধুয়ে দেখায় অবিশ্বাস
পিছুডাক নয়,বরং মোছা যাক্
তোমায় দেখার আনন্দ উদ্ভাস।


মতান্তরে অনন্ত অবসাদ
চোখের পাতায় রাতও গতানুগতিক
বেবাক খরচ,জমার কড়িও সাদা
ছন্দপতন হচ্ছে নিয়মমাফিক।


ভাঙাও কোথাও গড়ার চেয়ে দামী
ভ্রূকুঞ্চনে ধর্ষিত হয় হাত
রাস্তাঘাটে খেলুড়ে দলের বাঁশি
গাছের পাতা আলোয় কুপোকাত।


দু'হাত তুলে দাঁড়িয়ে আছি মাটি
আজ হয়তো শেষবারটির মতো
কথা বলবো বসছি তোমার সাথে
মৃত শরীর আগলাই আর কতো!