আগুনই তো জল গিলে খায়।
সত্যি বলোতো,তাই কি নয়?
অথচ  রাগের আগুন মাথা
এতোটুকু ভালোবাসা পেলে
গলে জল হয়।
কোন মৃত্যুর জন্ম কিসের
তা কি জানে কেউ?
অথচ জীবন জানে
যাপনের ইতিহাসে থাকবেই
ছোটো বড়ো ঢেউ।
আগুন আর জল,বন্ধু বৎসল
আমরাই প্রয়োজনে সখ্যতা করি
ফুরোলে তা সাবলীলে বলি,
আমি লাল,তুই নীল
অযথা অন্ধকারে রাখা
চোখের আর দোষ কিবা বল্!