লাল গোলাপও লজ্জা পাবে
এমন করে তাকাস না
চোখ মটকে,ঠমক চালে
বুকের পাঁজর টাটাস না
মুঠোয় ভরে চেটোর জোরে
ইচ্ছেগুলো ঝাঁকাস না
পিঁপড়ে পা'য় উঠলো বলে
ভেজা চুলে ঝাঁপাস না
টুপুরটুপুর বৃষ্টি বেলায়
মিষ্টি চুমু ভাসাস না
মুঠোফোনের শেষ ডিজিটে
শুন্য টিপে কাঁদাস না
পলাশ মাসে ফাগুন হাসে
আগুন হয়ে দাঁড়াস না
শাড়ির গিঁঠে বারণ বেঁধে
আঁচল পিঠে বাঁকাস না
কানের দুলে তুফান তুলে
ঝড়কে ডেকে পাঠাস না
কোন কন্যা বন্যা হলো
তাই নিয়ে গোল পাকাস না
যাদের স্বভাব চিৎ শোয়া
তার বুকের পিত্ত মাখাস না
খন্দে ভরা কাঁকড় পথে
ছন্দ তুলে লাফাস না
রাত বিরেতে প্রেমপিরিতে
কলঙ্কদাগ সাঁটাস না
খেলার সময় অনেক পাবি
ঢেলার আগে দাঁড়াস না
কিন্তু ওমন আলতা পায়ের
নূপুর খানি হারাস না
দুই ভুরুর ওই ছোট্ট চিপে
চন্দন টিপ লাগাস না
সাধ্বী হবি? সাধ্য আছে?
আসব আবার,তাড়াস না।