সাড়াও ছিলো তার ডাকে
উদভ্রান্ত ছুটেছিলাম মৃত্যুটাকে
বরণ করে,তার শহরে।


কাল হলো সেই অলিগলি
ডায়াসের দান চালতে বলি
মেয়ের জীবন,মরিচ ফোড়ন।


মর্জিমাফিক তেলের ছিঁটে
ইচ্ছে ছিলো বাঁধবো গিঁঠে
নতুন সুতো,একটা ছুঁতো।


সমঝোতাতে অন্য পাড়ায়
ফরেনসিকের রিপোর্ট দাঁড়ায়
সব স্বাভাবিক, নিয়মমাফিক।


রাতের ঘুমে সত্যের খাদ
মিশে যেতেই পূর্ণিমা চাঁদ
ব্যথার আদর,লম্বা চাদর


জ্বর গায়েতে সময় নাড়ি
পৌনঃপুনিক চোর শিকারী
টিকিয়ে রাখে,বেদনা চাখে


না মিটিয়ে নিঃস্ব হবার ঝুঁকি
নীল মাছিতে শেষ বিকেলের টুকি।