নিজেকে ভ্যাঙাতে জানি
"জমকালো চেহারার খুঁটিবাঁধা গরু"
নিন্দুকে ওরকমই বলে।
মগজধোলাই করা ছিলো এতোটা বছর
ধীরে ধীরে সব পাল্টালো।
পথঘাট,জনতার ভীড়, উৎসব, শবদেহ
চেনারা ছলনা করে অতিদ্রুত অন্য হয়ে যায়
তবু সবখান জুড়ে টিঁকে তোমার সানাই
কোনোদিন নাকচ হওনি
একা আমি ভড়ং এর নৈবেদ্য সাজাই।