ছায়া ঘন নিরালায়,দাঁড়িয়ে আছি গাছের তলায়;
সেই প্রাচীন আমগাছ,যার মাথা আকাশে মিলায়।
যার শাখা প্রশাখায়,ফুটে উঠিছে কত পাখির কূজন;
সুমধুর সেই জায়গা,একেবারে নির্জন।
মৃদুমন্দ বইছে বাতাস,জুড়ায়ে হৃদয় খানা;
চতুর্দিকে উড়ছে কত,পাখ-পক্ষী নানা।
তপ্ত রৌদ্রে,শীতল ছায়ায়,প্রাণ করেছে চুরি;
তাই তো আমি,এই বঙ্গের,প্রকৃতিপ্রেমে মরি।
মাঠের মাঝে দাঁড়িয়ে থাকা,এক খানা আমগাছ;
মোর শান্ত হৃদয়ে,রূপের ঝলকে,করছে যেন নাচ।
এই যে মোর বঙ্গপ্রকৃতির,টুকরো রূপের ছবি;
হৃদয় উদ্বেল করে,বানালো মোরে,প্রকৃতিপ্রেমিক কবি।