এ জীবন নয় রাতের স্বপন,
বিনাশ্রমে হবে রে পতন।
বাস্তবহীন স্বপ্ন যার,
ঘুরে ঘুরে হবে সার।
বাস্তব শুধু বাস্তব,আর কল্পনা যে পাখি;
বাস্তব রবে বদ্ধ খাঁচায়,কল্পনা দেবে ফাঁকি।
মুদলে পরে চোখের পাতা,
তবেই যায় তাকে দেখা।
স্বপ্নেই ঘর স্বপ্নেই বাড়ি,স্বপ্নেই তার আনাগোনা;
খুললে পরে চোখের পাতা,অনেক কিছুই হবে জানা।
বাস্তব যা বাস্তব তা,সত্যেরই এক নামান্তর;
চলবে নিয়ম চলবে কানুন,নয়তো এটা কল্পঘর।
ধরতে গেলে কল্পনাকে,
আনতে হবে বাস্বব-তে।
বাস্তব গড়া স্বপ্নখানা,
ভাবতে তোমার নেইকো মানা।
ছদ্মকল্পের হাতছানি,
ভবিষ্যবাস্তব হবে জানি।
সত্যহীন কল্পমাঝে,
স্বপ্ন কি আর তোমার সাজে?
সত্য দিয়ে দেখা স্বপ্ন,
বাস্তবের-ই ইঙ্গিত যেন।
অবাস্তবের কল্পনাতে,
হারিয়ে যাবে অবাস্তবে।