মা যিনি সারাটা জীবন ব্যাধি বহন করে চলে
একদিন না একুশ টা বছর হল পার।
যিনি সাত হাজার ছয়ষো পঁয়ষট্টি দিন
ব্যাধি র কামড় সহ্য করে সংসার করে গেছে।
যার কোনো শখ নেই শান্তি নেই।
যার অপরাধ তিনি অভাগা হতভাগিনী
যার ভালো মন্দ দেখার কেউ ছিল না।
জীবন টা ভাগ্যে র ওপর ছেড়ে দিয়ে চলেছিল।
যে পথ অজানা নিষ্ঠুর নির্মম দয়া-মায়া হীন।
তার চোখে শুধু ক্লান্তি করুণার দৃষ্টি তে
চোখ তুলে দেখে পথ চেয়ে বসে থাকে শান্তির।


যে ব্যাধি জ্বালা সইতে হল আজ তা ব্যর্থ।
যে সন্তান কে আঁকড়ে স্বপ্ন দেখতে শিখছে
বাঁচতে চেয়েছে  পেয়েছে শুধু লাঞ্ছনা।
এ কষ্টের কাছে একুশ টা বছর তুচ্ছ ম্লান।


কি আর আছে পাওয়ার!
বাঁচতে যে আর ইচ্ছে করে না!
জীবন বড় নির্মম নিষ্ঠুর।
আজীবন দুঃখ কষ্টের তপস্যা এ জীবন ।
সত্যের তরফে মূল্য লাভ করিতে।
মৃত্যুতে সকল ব্যাথা ভুলতে চাই।