শব্দ গুলো হারিয়ে  যাচ্ছে কমলিকা ।
শব্দের ক্রোমোজোমে ,
অস্পষ্ট  হয়তো বা অস্পৃশ্য বংশগতির ছাপ
আজ স্পষ্টতর ।
বৃদ্ধ বনস্পতিরাও আজ চুপ ।
নিঃশব্দে ঝরে বসন্তের পত্র পল্লব,
নিঃশব্দে বয়ে যায়
হৃদয়ের কালবৈশাখী ঝড় ।
যে ঝড়ে তুমি চুপিসারে ,
জানলার আড়ালে বসে দেখতে
শব্দের রুদ্র তাণ্ডব ,
আজ সে ঝড়
স্তব্ধতার খোলসে ঢাকা ।
শব্দের মেঘ পুঞ্জীভূত হয়ে
আজ নিঃশব্দে বৃষ্টি ঝরায় ।
যে প্লাবনে তুমি ভেসে যেতে ভালবাসতে ,
আজ হয়তো তা তোমার
হৃদয়ের নদী গুলোকে প্লাবিত করে না ।
তবে আমি জানি
তুমি কালবৈশাখী আজও দেখো ,
তুমিও প্লাবিত হও
কিন্তু নিঃশব্দে ।
এসো ভেঙে ফেলি
নিঃশব্দের প্রাগৈতিহাসিক দেয়াল ,
এই ধ্বংসস্তূপে দাড়িয়েই
শুনি শব্দের আগমনী ।
শুনতে পাচ্ছো কমলিকা ,
তুমি শুনছ ?
ওই শুনো শোনা যায়
" বাজলো তোমার আলোর বেনু ...  "