সামনে আত্মকেন্দ্রিক পর্যাপ্ত পরিসরের হাতছানি--
তবু ছুটছো ?
পালাবদলের আশায়
অস্পৃশ্য দেয়ালে আঁচড় কাটতে চাও ?
একান্নবর্তী নামক চৌহদ্দি ছাড়িয়ে,
নিশ্চিন্ত নির্বাসনে
শান্তি খুঁজে পাবেতো ?
ভালো থেকো তোমরা সবাই I
ভালো থাক্ আগামীকাল I
আমি নাহয় পড়েই থাকলাম
নির্বাসিত এলকায় I
দধীচির হাড়ের অংশ সন্ধানে
আমি মগ্ন থাকবো I
নিজে ধ্বংস হবো, নয়তো
সব কাঠামো ভেঙে
গড়ে দিয়ে যাবো
ব্যপ্তির পরিকাঠামো I
গড়ে দিয়ে যাবো
অপর্যাপ্ত পরিসরের ময়নাদ্বীপ I