অনিমেষ তোকে একটা কথা,
আর বলা হলো না I
জানিস আমি খুব সাবধানে
নিজেকে পাল্টে নিয়েছি !
আমার শিরায় শিরায়
আত্মপক্ষ সমর্থনকারী
হিসেবী রক্ত প্রতিপালিত I
আত্মকেন্দ্রিক বৃত্তেই
আমি ঘুরে বেড়াই I
এখন আর বেমানান লাগে না I
অভ্যেস করে নিয়েছি I
তুই সেই একই আছিস I
ভাবছিলাম জিজ্ঞেস করবো
কেমন আছিস তুই ?
কিন্তু নিমিষে বদলে গেলো কার্ডিওগ্রাফ,
কয়েক সেকেন্ড,
হয়তো বা কয়েক মিনিট,
অব্যক্ত অনুভূতিকে
বাঁচিয়ে রাখার
ব্যর্থ প্রয়াস চললো I
তারপর বিপ বিপ শব্দটা
ধীর লয়ে মিলিয়ে গেলো I
ফুসফুসে আটকে থাকা
বাতাস মিলিয়ে গেলো
চেনা বায়ুমণ্ডলে I
তুই সীমন্তিনী কে বলতিস
হলুদ শাড়ি পড়ে
তোর পাশে দাঁড়ালে
তোর হৃদ স্পন্দন বেড়ে যায় I
আজ ও কি সীমন্তিনী
হলুদ শাড়ি পরবে ?
যে ফেরারী বাতাস
ঘাসফুল উড়িয়ে নিয়ে যেতো
তুই তাকিয়ে থাকতিস
অপলক চোখে --
সেই ফেরারী বাতাসকে কি পারবি
ফুসফুসে ভরে নিতে ?
তোর ইচ্ছে গুলো এবার
নাম লেখাবে উদ্বাস্তুর দলে
নোনা বালির তীরে
তোর আর হাঁটা হবে না I
আমার ও অনেক কথা
তোকে আর বলা হবে না I
অনেক কিছুই থেকে যাবে অসমাপ্ত I
তবু, আজকাল হয়তো
তুই,আছিস ভালো,
মৃত্যুর বিজ্ঞাপন পিঠে সেঁটে
যদি আবার ফিরে আসিস,
তবে এখানে নয়
দেখা হবে অন্য কোথাও I
এখানে সবকিছুতেই মিশছে কালো I