বৃষ্টি পড়ে,বৃষ্টি পড়ে,
এই এখানে বৃষ্টি পড়ে,
ওই খানে ও বৃষ্টি পড়ে I
ভিজছে আলো,ভিজছে বাতাস,
ভিজছে মাটি,ভিজছে ঘাস I
ভিজছে বাড়ি,ভিজছে ছাদ,
আজ আর কেউ যাবে না বাদ I
সবকিছুকে ভিজিয়ে দিয়ে,
বাসন্তী মেঘ কথা বলে,
ওরে ও দস্যি ছেলে
শোন বলছি,থামবি দাড়া,
আসছি আমি ভিজবে তোর পাড়া I
দস্যি ছেলে খবর নিয়ে,
সব্বাইকে বলে পাড়ায় গিয়ে I
সবার আগে ভিজবে যারা,
বাইরে এসে দাড়াও তারা I
আজও সেই দস্যি ছেলে
দিন গুনে তুমি আসবে বলে I
দস্যি ছেলে আজও বাইরে খাড়া,
বাসন্তী মেঘ ভেজায় নি তার পাড়া I
তার বুকের দুইটি নদী
শুকিয়ে গেছে,
তার উঠোন জুড়ে এখন শুধু রোদ্দুর আর খরা I
বাসন্তী মেঘ তুমি গেলে কোথা ?
মেঘ যেখানে গাভীর মতো চড়ে,সেই,সেথা ?
আসো যদি দস্যি ছেলের পাড়া,
ভিজিয়ে দিও তার বুকের নদী,
উঠোন বাড়ি সারা I