স্মারক আর কীর্তি চিহ্ন নিয়ে,
তুমুল মাতামাতি I
তবে শেষ বেলায়
রক্ষণাবেক্ষণ এর দায় বর্তায়,
রাত জাগা মাতাল আর
বেকায়দায় পড়া
ফোতুরের হাতে I
সাংবাদিকরা ছবি তোলে,
কলমচির দল নিয়ম মেনে
দোকানে রেশন নেয়,
আর সিগারেটে সুখটান মেরে
ফিরে আসে ঘরে !
পণ্ডিতেরা রাতদিন ঘাড় গুঁজে
শুধু পরিস্থিতি জরিপ করে I
নতুন ইস্যুর প্লে-কার্ড হাতে
এগিয়ে যায় মহা মিছিল I
শ্লোগানে শুনি নারীমুক্তির আহ্বান I
আর স্তব্ধ দুপুরে কামুক চোঁখ,
উনুন লেপা মেয়ের শরীর নেয় মেপে I
সেই একই কামুক চোখ,
মিছিলের মধ্যমণি হয়ে
দুই হাতে প্লে-কার্ড উঁচিয়ে ধরে !
মূর্খের দল তখন রাস্তার দুপাশে,
সবজান্তার মতো মাথা নাড়ে I
আবার কেউ কেউ ঠিক তখন
হয়তো জাফরানী চাঁদে,
প্রেমিকার খোলা চুলে
আর নয়তো চোখে
মদির শান্তি খুঁজে ফেরে I
হায় সেলুকাস যদি এসব তুমি দেখতে !!