তোমার কাছে যদি
আমার চাওয়া পাওয়া গুলো
জমা রেখে
চলে যেতে পারতাম
দূরে কোথাও ---
তাহলে হয়তো, তোমার
চাপা অভিমানের খোঁজ নিতে গিয়ে,
কষ্ট পেতে হতো না আমায় I
পালাতে চাইলে ও পালাতে পারব না,
সেই তো আষাঢ়ে নামবে বৃষ্টি,
শ্রাবণ কাছে ডাকবে আমায়  I
কেন তুমি শ্রাবণী বর্ষা হয়ে এলে কাছে?
কেনো ভিজিয়ে দিলে
এ মরুর শুষ্ক বুক ?
এখন এই শ্রাবণী বর্ষার
অভিমানী মুখ
আমার ভালো লাগে I
ভালো লাগে তার অভিমানের
কারণ খুঁজতে I
ভালো লাগে তাকে গায়ে মাখতে,
তাই শ্রাবণী বর্ষা
আমি ভালোবাসি
তোমায় ভালবাসতে I