খবরের কাগজ এর হকারের হাত
আমার বারান্দায় প্রতিদিন ফেলে দিয়ে যায়,
দুঃসংবাদের মোড়কে ঢাকা সকাল I
ব্যস্ততা আমায় পৌছে দেয়,
শহরের ফুটপাতে I
দুপুরের ফুটপাত জুড়ে
ভিক্ষা পাত্রের ঝনঝনানি I
পড়ন্ত বিকেলের  ডাস্টবিনে
খাবারের দখল নিয়ে
মানুষ কুকুরে টানাটানি I
সব শেষে পিঠ দেখানো
রাস্তা ধরে ফিরে আসি
চার দেয়ালের নিরাপত্তায় I
মনে হয় সুখেই আছি I
অন্ধকার যখন আঁচড় কাটে
বিধ্বস্ত সন্ধ্যার বুকে I
কাব্যহীন আমার সময়
নির্বাক হয়ে
শুধু দেখতে থাকে,
অন্ধকারের লাম্পট্য I
সহ্য করে সে আঘাত I
প্রতিদিন প্রতি রাত I
তা ও মনে হয় সুখেই আছি I
আজ কাল আমি অভ্যস্ত,
আমায় তাড়া করে
এই সুখের অসুখ I
হয়ত সুখেই আছি
হয়ত ------- !