আজকাল নিবিড় নীরবতা  
কালো রাত্রির খামে বন্দী হয়ে,
আমার বিছানার পাশেই পড়ে থাকে I
কিছু অজানা আবেগ,
অজান্তেই দখল করে
আমার সুপ্ত চেতনা I
নীহারিকা তুমিতো জানতে,
বৃষ্টি ভেজা কাহিনী
শুধু তোমার আমার হোক
আমি কখনো তা চাইনি I
রোদ্দুর পিঠে ফিঙের দল
শুধু তোমার আমার বাড়ির ছাদেই  উড়তে থাকুক,
তাও আমি চাইনি I
মাথার উপর মস্ত ছাদ
শুধু তোমার আমার হোক
তা ও না I
আমার ভালবাসা শুধু তোমার হয়ে
বিলাসিতায় বেঁচে থাকুক,
তা ও কি চেয়েছি ?
না চাই নি I
থাক না আমার ভালবাসা
বিলাসিতার বাহুল্য বর্জিত,
ক্ষতি কি ?
আমি না হয় এরকমই থাকলাম....
আমায় নিয়ে চর্চা নাইবা হলো এখন I
তবু নিভৃতে নীরবে
অপরিচিতের পরিচয়েই
বেঁচে থাকবে,
দলছুট আমার এই মন I