বাস্তবের ওই অন্তরালে ,
    সুখের সতীন দুঃখ বলে ।
    হৃদয়ের হৃদ ভোমরা ,
   গাইছে সুরের মধুর ও ধো নি ।



বিলাপ বিহীন অন্তরালে ,
  পাঁচটি বৎসর চলে গেলে ।
   সৃতি চারণ ওস্টে ধরি ,
       অতীত পাতার পৃষ্ঠা পড়ে ।


                              


    জানি না আমি , জানে না মন ,
           নির্লিপ্ত নির্ণয় ।
   আপ্লুত প্রাণে অক্সিজেন জোগান ,
         আজও কম মনে হয় ।