অহংকারের অলঙ্কারে ,
ভূষিত যে জন ।
ভাব , ভালোবাসা অপার্থিব ,
বোঝে না , সে সৎ জন ।


বিমুখ পথে গমন করি ,
স্বর্গ লোভের আশায় ।
কুহক ছলে , ডাকছে চাদর ,
শীতের কুয়াশা ।


বাধছে সপ্ন ,
উল মুক্ত , উন্মাদ।
নিঃসঙ্গ , ছন্নছাড়ার ,
আগুন পাখির সর্বনাশ ।


পরিহাস , পরিশেষে ,
মস্তিষ্কের রক্তক্ষরণ ।
একলা নিভৃত নির্জনে ,
এ ভাবে ও ফিরে আসা যায় ।


অতীত আমির প্রশ্ন মালায় ,
বর্তমানের আমি ।
তাই নিয়ে কি ? বাঁধলো যুদ্ধ ,
আমি আমিত্বে ।