অতীত আমির প্রশ্ন মালাই ,
      বর্তমানের আমি ;
তাই নিয়ে কি ! বাঁধলো যুদ্ধ !
   আমি - আমিত্বে ?


বাঁধাছে স্বপ্ন  ....
উন্মুক্ত উন্মাদ ;
নিঃসঙ্গ ছন্নছাড়া ,
    আগুনপাখির সর্বনাশ ।


পরিহাস - একাকীত্ব ,
মস্তিষ্কের রক্তক্ষরণ ।
একলা নিভৃত  রজনী ;
এভাবে ও ফিরে আসা যায় ।


সর্ব কালের সর্ব হারা ,
  ওই যে ছিল আগে !
এখন আমি উচ্ছিষ্ট খাবার ;
সকলের ভাতের পাতে ।।


অহংকারের অলঙ্কারে ,
        ভূষিত যে জন ।
ভাব-ভালোবাসা অপার্থিব ;
বোঝে না সে , সৎ জন ।


বিমুখ পথে গমন করি ,
স্বর্গ লাভের আমায় ।
কুহক ছলে ডাকছে চাদর শীতের কুয়াশা ।।