লোকেদের চোখ আছে
তবু শোকে পানি নেই,
ব্যাগ আছে পকেটেতে
দ্যাখ তাতে Money নেই।


সর্ষেতে ভূত আছে
তাকে পেষা ঘানি নেই,
মুখ আছে মুক হয়ে
প্রতিবাদী বাণী নেই।


ভুল গাছে হুলভরা
ফুল আছে ঘ্রাণই নেই,
নানারূপ হানা আছে
শুধু চাকে Honey নেই।


ছাই আছে চারপাশে
রাখবার দানি নেই,
পাখি আছে নাকি গাছে
ঘুমভাঙা গানই নেই।


শিবের গীত তো আছে
ধান ভানাভানি নেই,
ভোটে জেতা নেতা আছে
ঝড়-জলে ত্রাণই নেই।


নানাভাবে টানা আছে
হৃদয়ের টানই নেই,
লোভ আছে ক্ষোভ আছে
ভালবাসা জানি নেই।


শব আছে সবখানে
ধড়ে কারো প্রাণই নেই,
রাজা আছে তাজাসুখে
পাশে কোনো রানি নেই।