১) রাতের চোখের জল
                    


রাত জাগে সারারাত একা বসে ঘরে,
দু'চোখে ব্যথার জল    টুপটাপ ঝরে।
সেই জল সকালের      সমুদয় ঘাসে,
সূর্যের আলো মেখে    ঝলমল হাসে।


২) ফুল ঝরে ভুল সুখে
                    


ফুল হাসে। উড়ে আসে প্রজাপতি মোহে,
প্রিয়সুখে মুখে-বুকে     মাখামাখি দোঁহে।
মধু খেয়ে যদুরায়           চলে যায় উড়ে,
ফুল ঝরে ভুল সুখে      একাকিনী পুড়ে।


৩) সাগর-সঙ্গম শেষে
                  


সাগর ডাগর চোখে      ইশারা ভাসায়,
নদী ছোটে ঢেউ ঠোঁটে মিলন আশায়।
সবেগ আবেগ সুখে     প্রণয়ের জ্বরে,
সাগর-সঙ্গম শেষে       নদীদেহ মরে।


৪) চাঁদ হাসে। কাছে আসে।
                      


রাত ডাকে -    আয় চাঁদ দুইজনে মিলে,
হেসে হেসে যাই ভেসে   প্রাণের সুনীলে।
চাঁদ হাসে। কাছে আসে। দু'বাহু বাড়ায়।
হাত ধরে রাত আর     নিজেকে হারায়।


৫) নদী হয়ে চলে বয়ে
                


নীরব ব্যথার হিম গলে গলে ধারা,
পাহাড়ের বুক বেয়ে ঝরে কান্নারা।
ঝরঝর ঝরণার      ঝলমল বুকে,
নদী হয়ে চলে বয়ে   টলমল সুখে।


৬) আপনহারা বাঁকে


কথা       সুরের আশায় থাকে,
সুরও      কথার ঘরে    আসে।
তারা       আপনহারা     বাঁকে,
শুধু         মূর্চ্ছনাতে     ভাসে।