লিখতে ছড়া শিখতে হবে
মাত্রা লয় আর ছন্দটা,
নয় কী ছড়া ঘড়ায় ঘড়ায়
ছড়ায় ফুলের গন্ধটা?


শব্দগুলোই পাপড়ি ফুলের,
রঙীন সরল পষ্ট তা,
নয় কী ছড়া হয় কী মজার?
পড়তে লাগে কষ্ট তা।


ভাবের মুখে ফুলের মধু,
একটু বুকে হুল ফোটা,
তবেই হবে গন্ধচতুর
ছন্দছড়ার ফুল ফোটা।