জলের পরে ভাসতো নিতি
তলের ভীতি দিলে,
খপ করে কে ধরে ফেলেই
গপ করে খায় গিলে।


ভেলকি বাজির কারসাজিতে
তার সাজিতে ফুল-
হাসলো হঠাৎ,  আসলো পায়ের
তলায় সুখের কুল।


পাল্টালো দিন- হালটা হাতে,
শক্ত ছাল ও চোয়াল,
ঊণপাঁজুরে চুনোপুঁটিই
এখন রাঘব বোয়াল।