আগুনের কী কী গুণ, নেই কী কী বেগুনে,
কোন গুণে ঘূণ ধরে না তো কাঠে- সেগুনে?


নৌকোর গুনে কত গুণ থাকে জড়ানো?
যোগ ভাগ গুণ কেন অঙ্কেতে ছড়ানো?


ফুলগুলো গুনে গুনে মৌমাছি ভোমরা,
গুন গুন করে কেন, জানো না কি তোমরা?


গুণীনেরা গুন করে গুণফল পায় কি?
গুন্ঠনে ঢাকে, গুণ ঠন্ ঠন্ তাই কি?


ছন্দের তাল গুনে ফাল্গুনে কী গুণে,
নেচে ওঠে মন, বন আচমকা দ্বিগুণে?


এত রূপ গুণ আছে, তবু হারু গুণ দা,
খোঁজ করে যান রোজ, ভাল কোন গুন্ডা।