বন্ধনীর মাঝে আমি
উদ্ধরণে তুমি-
চারপাশে যতিহীন
শব্দকল্প ভুমির মিছিল


কী ছিলাম
কী ছিলে - সে সব
মুছে ফেলো
ভুল বানানের মত
দেশজ রাবারে


খাবারের বিধি
তোমার বিকারে
নির্বিকার ঘুম হয়ে
আমাকে শিকড়ে বেঁধে রাখে


ফাঁসির দড়িতে
দেশ কাল ঝুলে থাকে---