অমুক রাজার দেশে -
মানুষগুলো ফানুস হয়ে
বেড়ায় হেসে ভেসে।


বেলুনগুলো সেলুন খুলে
কামায় দাড়ি গোঁফ,
মাছগুলো সব বাজ চিলেদের
গেলায় বড়শি টোপ।


ফুলগুলো হুল ফুটিয়ে দিয়ে
মৌমাছিদের মারে,
বাঘের ঘাড়ে হরিণ চড়ে
বেড়ায় নদীর ধারে।


নদীর জলে দধির স্রোতে
রসের মালাই ভাসে,
গাছপালারা নাচ করে আর
খিলখিলিয়ে হাসে।


শেয়ালগুলো দেয়াল তুলে
অট্টালিকা গড়ে,
ইঁদুরগুলো সিঁদুর মেখেই
গিন্নিপনা করে।


ব্যাঙগুলো সব ঠ্যাং দুলিয়ে
আকাশ গাঙে নাচে,
ছোট্ট খোকা থোকা থোকা
ফুল হয়ে রয় গাছে।