চারদিকে লোনাজল
মাঝে এক বুড়ি,
রোজ রোজ বুনে যায়
ধানশালি ঝুড়ি।


জল থেকে উঠে আসে
গলদার চোখ,
ঝুড়িটাকে চুরি করে
ভিনদেশী লোক।


হিজলের ডালে লেখে
গোলপাতা ঘর,
মাতলার বুকে জমে
স্বপ্নের সর।


হরিণের চোখ আঁকে
সবুজের দাগ,
ঘুমটুকু গিলে খায়
মাংসাশী বাঘ।