হেঁটেছি অনেকটা পথ
অতীত উজানে ভবিষ্যত,
খুঁজে ফিরি শৈশব, এখনও কি আছে সব?


চেয়ে দেখি দামোদর
বছর চৌত্রিশ পর ..
এখনও বয়ে যায় সময়ের গান গায়।


পুরানো খেলার মাঠ
মন্দির শ্মশান ঘাট
আম-বন বুড়ো বট ছুঁয়ে দেখি স্মৃতি পট।


ছোট্ট বেলার স্কুল
নড়ে ওঠে স্মৃতি-ধূল
ছিল এক ডানপিটে বন্ধু যেন কাছেপিঠে।


খুঁজে ফিরি আসে পাশে
বুড়ো বট মৃদু হাসে
একবার আয় না ঝুরি ধরে দোল না।


বছর চৌত্রিশ পর...
বেড়ে গেছে কলেবর
বন্ধু সে কাছের কত আজ যেন অপরিচিত।


দুই জন মুখোমুখি
কিছুক্ষণ চেয়ে দেখি
ফিরে যাই ক্লাস ফোর বছর চৌত্রিশ পর....।


দু'চোখে নোনা জল
শৈশব শতদল
আজ যেন বহু দূরে সময়ের গহ্বরে,


দূর থেকে ঘ্রাণ নিয়ে
নাও বায় ভাটি টানে
কাঁটা বুকে ফিরে আসি, এ জীবনই ভালোবাসি।