তার সাথে কত কথা বলি একা একা মন খুলে
প্রতিটি কথারই উত্তর আসে নিখাদ প্রাণোচ্ছলে


চরিত্রায়ন মনে মনে করি,নিজের মতোই গড়ি
সৃষ্টিই হয় স্রষ্টার রূপ, যোগাযোগ যেন নাড়ির।
ভক্ত কাঙাল দাঁড়িয়ে থাকি, মুগ্ধতা ঝরে পড়ে।
এত চেনা যে অচেনা হলেও ভক্তের মন কাড়ে।


মনে মনে সে আমারই দোসর, তবু থাকি দূরে সরে।
কাছ থেকে কিছু ফুলকি নিলাম কয়েকটা অক্ষরে।