কাস্তে ভেবে যেদিন সবাই ছুঁতে চাইলো চাঁদ
মাটিতে বোনা স্বপ্নগুলো উড়িয়ে দিলো আকাশে
সখ করে দেওয়ালে টানালো দাঁড়কাকের আহ্লাদ
সেদিন ই ঘড়ির কাঁটায় সময় দেখা আর রাখিনি অভ্যাসে।


কাস্তে ভেবে যেদিন সবাই ছুঁতে চাইলো চাঁদ
বারান্দা ছেড়ে দলে দলে পা রাখলো বাইরের চৌকাঠে,
রয়ে গেল তবু কিছু দলছুট হার্মাদ
সেদিন থেকেই মিছিলছোট তবু ওরা হাঁটে।


সমস্ত কাস্তেকে যেদিন কেড়ে নিতে চাইলো চাঁদ
তখনও আহ্লাদিত দাঁড়কাক বড্ড  তোষামুদে।  
বরং মিছিলে জুটল আরও, আরও কিছু হার্মাদ।
কাস্তে চিরকাল খোঁজে হাত প্রতিটি প্রতিবাদে।


মানুষ পথেই দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে আছে এখনও,
স্বপ্নগুলো আবার ফেরত, আকাশ ফের শূন্য।


এখন মুঠোয় কাস্তে,দাবি সনদও জ্যান্ত।
খিদে পেলে চাঁদ রুটি মনে হয় কাস্তে সে কথা জানতো।