সিন্ধু নদকে পিছনে রেখে
পৌঁছেছি সাহারায়,
ক্লান্ত শরীরে ঘুমিয়ে থেকেছি
আলতামিরার গুহায়।


পাড়ি দিয়েছি সমুদ্রে।
ভবঘুরের বেশ।
ঢেউয়ে ঢেউয়ে পৌঁছে গেছি
নতুন মহাদেশ।


পাহাড় ডিঙোয়, সমুদ্রে ভাসে
কত যে ভবঘুরে,
বয়ে যাওয়া সময় পাতায়  
ইতিহাস খুঁজে ফেরে।


আল্পস হিমালয় আন্দিজ
এক সূত্রে মেশে,
স্ফুলিঙ্গ ছড়ায় দাবানল
সভ্যতা দেশে দেশে।


হোয়াং হো ইউফ্রেটিস
সিন্ধু নীলের কিনারে,
সভ্যতার নতুন সূর্য
উঠেছে বারে বারে ।


ভলগার তীরে জ্বালিয়েছি
ধূনি,আমাজনের আগুনে,
সূর্যোদয়ের খবর দিয়েছি
বাতাসের কানে কানে।


সভ্যতা এগোয় সময় চক্রে
প্রযুক্তির হাত ধরে।
পরম্পরায় জ্ঞানের ভাঁড়ার
বয়ে চলে অন্তরে।


সাম্রাজ্যবাদ থাবা বাড়ায়
ঔপনিবেশিক ছকে।
মানুষ লুটেছে মানুষেরই ধন
অধীন করেছে মানুষকে।

সূর্য ওঠে সূর্য ডোবে
জঙ্গল আফ্রিকায়।
মানুষ ক্রমে ক্রীতদাস
নগর সভ্যতায়।


মাথা তুলে দাঁড়িয়ে আছে
মিনার পিরামিড,
মাটির তলায় গল্প বলে
রক্তাক্ত শহীদ ।


শ্রম সঁপেছে সবেতন
ক্লান্তিহীন চাবুক।
মুষ্টিবদ্ধ প্রত্যাঘাত
পাল্টায় অভিমুখ।


ভীত মানুষ ঈশ্বর খোঁজে  
ধর্মের আখড়ায়,
ধর্মগুরুরা সমাজ বাঁধে।
শাস্ত্র আওড়ায়।


ধর্ম যদি কল্যাণকরই
তবে কেন হানাহানি,
যুগে যুগে ছড়ায় ভবঘুরেরাই
বিশ্ব শান্তির বাণী।


পৃথিবী জুড়ে পরিক্রমায়
মানুষ দেখেছি যত
ভেদাভেদ আছে ধর্মে বর্ণে অর্থে,
আরও আছে কত।


প্রগতি যারা পেছনে ছোটায়
ধিক্কার দিই তাদের,
ধর্ম নয়,বর্ণ নয়,অর্থ নয়,গাই
গান সাম্যবাদের।


পৃথিবীজোড়া বিচ্ছিন্নতাবাদের
ঘটবেই পরাজয়।
মানুষের জন্য মানুষই আনবে
নতুন সূর্যোদয়।


মানুষ বাছবে ভবঘুরে পথ।
হবে জঙ্গম। নয় স্থবির ।
মানুষের হবে একটাই দেশ,
নাগরিক এক পৃথিবীর ।।