তুমুল ঝড়ে উঠোন জুড়ে জোয়ার ভাটায়
নোনা জল খেলে চলে শূন্য বাস্তভিটায়।


নদী কাছে আসে সাগর সাক্ষী রেখে  
গোগ্রাসে গিলে খায় মাটি নোনা জল মেখে।


দূরত্ব মেপে সারি সারি মানুষ এখনও দাঁড়িয়ে আছে
ত্রাণ নিয়ে এসেছিলো যারা তারাও ফিরে গেছে।

তবু যারা থেকে গেল তারা নদী ভালোবাসে আমি জানি,
নদীও ভালোবাসে, ভালোবেসে দেয় হাতছানি।
বার বার ফিরে ফিরে কাছে আসে, ছুঁয়ে দিয়ে
যায় চাঁদ কুচি নোনা জল, বিষাদ জ্যোৎস্না নিয়ে
দুঃখরা উদাসী হাওয়ায় যেন প্রান্তিক।
ভালোবাসা বোধহয় এমনই, নদীমাতৃক।