হায়রে মানুষ কেন করিস রে ভাই অহংকার!
রক্ত-মাংসে গড়া রে ভাই  দেহ-খানি সবার।
ভাবিস কেনো সর্বোস্রেষ্ট নিজের মত করে
সবার সৃষ্টি তিনি করেন তাঁহার ইচ্ছা ভরে।


হায়রে মানুষ কেন করিস রে ভাই অহংকার!
ছলচাতুরীর মাঝে চলবি আর কতকাল,
ধরাধামে একদিন রে ভাই হবে অবসান।
ভেবে নে, আমরা সবাই একই মায়ের সন্তান।


হায়রে মানুষ কেন করিস রে ভাই অহংকার!
পৃথিবী বলে আজকের দিনে, তোকেই যে দরকার।
বিচ্ছিন্ন মনকে, ইর্ষায় করিস না আর আবদার;
সান্ত্বনা দিয়ে গড়ে তোল রে ভাই, মানব সম্ভার।


হায়রে মানুষ কেন করিস রে ভাই অহংকার!
ক্ষনিকের তাড়নায় আবির্ভাব এই জগৎ সংসার,
বৃথা আসায় পড়ছিস যদি হারাবি তোর আস্থা!
মানব জীবন রসাতলে যাবে ভাবিস এই কথাটা।