রঙ্গের সারি যার মনের অলংকার
ভালোবাসার নির্যাস করে হাহাকার!
তাহারো কাছে থেকে আমি করি যে অহংকার!
সকল রাত্রি জাগতে পারা তারোই সম্ভার,
এই কবির সাধনা তাহাতে মগ্ন যে নিরন্তর
সময় কাটেনা হায় না পেলে তার একটু আদর!
ক্ষনিকের তরে তাহারে না ভাবিলে
বড়োই একা লাগে যে সম্পুন্ন স্বরনে আপনার।
তাহারো কাছে থেকে আমি করি যে অহংকার!
ভকবনায় ভাবি মন, কেটে যায় যে অন্ধকার
আলোর সায়রী সে যে রক্ত শিরায় মিসে;
করে অবাদ্ধ কবিকে বাদ্ধের নিয়তি পার।
তাহারো কাছে থেকে আমি করি যে অহংকার!



(১১/০৯/১৯ শান্তিনিকেতন)