রাত্রি আমার বড়োই মায়াবী;
একাকী সময় কাটছে নির বোধি।
সে তো নিদ্রায় এখন অপরাধী
ভাবছি কি ভাবছি এই তো আছি।
আমি কাগজের ভাঁজে লুকিয়ে থাকি
একটু যদি দিতে পাই ফাঁকি!
রাত্রি আমার বড়োই মায়াবী
একাকী সময় কাটছে নির বোধি।
দম্ভ দেখে করে যাই সম্পৃতি,
নিজ মনে আপোশ তাই বুঝিতে পারি।
মুগ্ধ ভরা পাটে ফুলের খুনসুটি!
একাকী সময় কাটছে নির বোধি।



( ০৭/০২/২০২০ রামপুরহাট, রাত ০২:৩০)