তোমার বিরহে কাতর আমি
দন্তলতায় শিউরে ওঠে ভয়টা!
দিনগুলো সব দিচ্ছি কাটিয়ে
সকল প্রকার ভয়কে নিয়ে।
তোমাকে নিয়ে প্রতিটা পদ্যে
মনকে জরাই আলিঙ্গনে,
শক্ত করে ধরতে জানি!
ছাড়লে ছাড়বো অন্তিমে।
তোমার বিরহে কাতর আমি
দন্তলতায় শিউরে ওঠে ভয়টা!
কটাক্ষ কেনো নিজের প্রতি
সময়ের সাথে দিচ্ছি পাড়ি!
কাঁদছি মনে স্বপ্নপুরী।
নন্দিত নির্মাতা নাকি আমি!
তোমার কাছে নিজেই দক্ষিনি!
ভয়ের সমুদ্রে করছি হামাগুড়ি;
তোমার বিরহে কাতর আমি।