বাঁচবো বলে পৃথিবীতে আসা
হারিয়ে ফেলবো কেনো ভরসা।
সবাই তো আছে  নিজের মত
আমিও চলবো আমার মত।


রঙ্গিন স্বপ্নে সাজিনা আমি
দিনের শেষে অন্ধকার দেখি।
জগৎটাকে হাতে চাপি
বলবো আবার, স্বাধীন আমি!


এখন আমি বড় হয়েছি
নিজের মতো বাঁচতে শিখেছি।
লোকদের কথায় কষ্ট পাবো!
জাগবেনা মনে এহেন অনর্থ।


অপরাধ যদি করি সেদিন
মস্তক লুঠাবো ভূমিকা বিহীন।
স্বাধীন মনের যোদ্ধা আমি
খণ্ডিত পাষাণ জোড়া দিতেও পারি।


হৃদয় আমার মোহময়ে ঘেরা
নিজের স্বপ্নের নিজেই স্রষ্টা।
সময় আমার চলার ক্রান্তি
যদিও আসে আসুক ক্লান্ত সুস্তি।


ছাড়বো না হাল ভ্রান্ত অকাল
নিঃশ্বাসের সেই সুগভীর সকাল।