পাগলী তুমি ভরসা নাই-বা করলে আমায়
তোমার আসায় পথ চেয়ে রইবো নিরালায়।
যেদিন বুঝবে পাগলটার মনের আলয়
সেদিন তুমি বকা দিবে মনে ইচ্ছায়।
হতে পারে ছিন্নভিন্ন চারদিক তোমার আসায়
রক্তাক্ত জখম মনে বলবো ভালোবাসি তোমায়।
পাগলী তোমার বিশ্বাস নিয়ে করছি না খেলা
গভীর রাতে ঘুম আসেনা তোমার পরশ বিনা।
হতেও পারে অগ্নি বৃষ্টি তোমার আদর হিনা
শত বাঁধা আসলেও দেখবে তোমায় ছাড়বো না।
তুমি আমার মন মাতানো শিউরে উঠা হাসি
জীবনের অন্তিম নীরবতায়ও বলবো ভালোবাসি।


(পাগলী টা কোথায় তুমি?)