হে মানসী,  তুমি কি এতোই  আবেগি?
মনের আর্তনাদ এত কেন মায়াবী!
তোমার দর্শন বিনা দিনটা মোর কাটে বৃথা
কিভাবে বুঝবে বলো ও সৌনন্দ্রিতা।
আমারো তো মন কাঁদে হেতা আর সেতা!
হারিয়ে যাবো যেদিন, দেখবো; খুজবে কোথা সেদিন!
আকুল দুঃখে কাতরাবো আমি, পাবে না কোনদিন।
তুমি তো জানো আমার হৃদয় কতটাই স্বাধীন,
সর্বদা তোমাতে হয়ে যেতে চাই বিলীন।
হয়তো তুমি ভাবো ওগো, আমার মন ব্যাথাবিহীন,
তোমার কষ্টে হৃদয়ে আমার রক্ত বয় সীমাহীন।
হারানো ভয়ের অনলে মরছি ধুঁকে দিন দিন!
তোমার আঁচলে মাথা রাখবো আমি সার্থবিহীন।


(১১/০৮/১৯ শান্তিনিকেতন)