এ হঠাৎ পাওয়া তোমার পরশে
হারিয়ে প্রেমের মধুর আবেশে!
ভুলেছি এ পৃথিবীর সবকিছুর মায়া,
হৃদয় অন্তরীক্ষে বায়ু সাগরবক্ষে শুধুই তোমার ছায়া।
উর্বশী তুমি উন্মাদনি তুমি তোমার আলতো হাতের কমল ছুঁয়া;
আমার আকাশ ছিল শূন্য ছিল কালো মেঘে ঢাকা!
তোমার হাতে আমার হাত প্রিয়তমা প্রথম রাখা
অথৈ সাগর থেকে আনলে তীরে কূলহীন স্বপ্ন নৌকা!!
তুমিই তো রাঙালে,এ জীবন সাজালে
নতুন করে দেখালে বাঁচার স্বপ্ন।
তুমি রঙ্গিন আকাশে সোনালি রংধনু আমার হৃদয়ের রত্ন!
তুমি ছায়াময় বটবৃক্ষ তুমি আগলে রাখা সুউচ্চ পাহাড়,
তুমি ঝর্না তুমি স্বর্ণা তুমি রক্তজবা লাল গোলাপ তোমাতে রুপের সমাহার
তুমি ছিলে তুমি আছো আমার সারা অঙ্গে!
মধুর মিলনে বেঁধেছি ওগো এ জীবন সঙ্গে,
তোমার চোখে আমার পৃথিবী খুঁজে ফেরা নতুন স্বপ্ন।
তুমি মেঘের আড়ে লুকিয়ে থাকা চাঁদ তুমি জোছনা বিলাসে মগ্ন।
তুমি নিত্য আমারে করো চিত্ত তুমি উন্মাতাল তুমি মাধুরী ;
তুমি ভুবন ভোলানো মধুর লগ্ন।
তোমার কাছে সারাটাজীবন সমর্পিত।



(শান্তিনিকেতন ০৯/০৮/১৯)