তোমার কথা ভাবতে ভাবতে রাত্রে আমি
কখন ঘুমিয়ে পরেছি বলতে নাই পারি!
ঘরের জানালাটা খুলে রেখেছিলাম
নিবিড় রাতের ছোয়ায় কিছুকাল।
বিছানার এক কোনে বালিশে মাথা রেখে
জানালার ফাঁকে ইচ্ছে করে চিরকাল দেখিতে!
ওই মৃদুমন্দ সমীরণের আভা তোমাকে ভাবতে ভাবতে।
তুমি যদি থাকতে পাশে চাঁদকে ঠিক নিয়ে আনতে
তোমার পাশে থাকা এই অবুঝের প্রানে।
জানালাটা বড়ো মায়াবী ছন্দ ছড়ায় মনে
প্রেমের ভাষায় ভাষিয়ে তোলো আমায়!
তোমার আলিঙ্গনের পরশ সে বারবার দিয়ে যায়।
সারাটা-রাত জানালার ফাঁকে দেখিতে ইচ্ছে হয়!