সকালটা বেস শুষ্ক আজ!
ক্লান্ত শিশিরের নিবীরতা যেন
চারদিক ঘিরে নিয়েছে!
এই নিরবতায় মনের কলিটাকে ভাবি
হালকা ঠান্ডায় যেন তার ঠোট দুটো কেপে উঠে!
তার চোখের পাপরীতে, ক্ষনিকের শিশির বিন্দু;
সে যে আমার ভাবনার সিন্ধু।
অটো রিকশায় বসে একাকি চলছি
তার ভাবনাই যে সকাল- সন্ধার বন্ধু।
সকালটা আমার বড়োই মায়াবী
অস্থির ভাবনায় বিভোর আমি,
চুলের পরশে মধুর চাদরে ভালোবাসায় ফিরে আসি।
অন্তহীন ক্লান্ত শিশির শিহরন জাগে, তাই জড়িয়ে রাখি।



("শীতলকুচি"২১/১০/১৯)