তোমার আঁখি  বড় মায়াবী চমত্‍কার !
আঁখির তারা দুটি যেন রঙিন স্বপ্ন।
ঐ চোখে দেখিতাম সদা চন্দ্রপুকুর
পূর্ণতা সোহাগী সেই আকুলতার সুর।


চোখ নয় যেন দুটি শুক তারা
পলকে পলকে হয়ে যাই দিশহারা ;
ভ্রু দুটি কৃষ্ণ গোলাপের পাপড়ি
মন কেড়ে নেয় দিবা শর্বরী ।


আঁখির বেল্ল পত্র তোমার
অভ্রে কাজল সুর্যের যেন দ্বার ;
নহে ছোট নহে ডাগর
দৃষ্টি যেন সুখ গহবর ।


দেখিলে কভু ফেরে না তো দৃষ্টি
জীবন ভর দেখিতে চায় মোহ সৃষ্টি।
তোমার চোখ যেন প্রকৃতি প্রেমে গড়া
তাই প্রেম প্রীতি সোহাগে ভরা ।


ঐ চোখে লুকিয়ে এতই যে ভালোবাসা,
ছিলনা তো কভু মোর এতটাও কল্পনা ;
ছলনাময়ী চোখ কেড়ে নিছে মোর সবি
আমি নিজের কাছে হয়ে আছি বাধি।